• Sundarban: পাথরপ্রতিমায় শিশুদের জন্য তৈরি হল উদ্যান
    আজকাল | ২৫ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৫ সাল থেকে পাথরপ্রতিমায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘‌বাঁচবো’‌ কাজ করে চলেছে শিশুদের শিক্ষা ও পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে। পঞ্চমের বাজার এলাকায় ২০২০ সালে তৈরি হয় তিন তলা বিশিষ্ট নিজস্ব স্কুল ভবন। এই নির্মাণে আর্থিক সহযোগিতা করেছে সেকেণ্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি। বর্তমানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি পর্যন্ত ৬৭ জন ছাত্রছাত্রী এখানে পড়াশুনা করে। এলাকার শিক্ষিকারা ছাড়াও কলকাতা থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকারা নিয়মিত ক্লাস নেন এই স্কুলে। শিক্ষাদানের পাশাপাশি গান, নাচ, আঁকা প্রভৃতি বিষয়েও শিশুদের সমান গুরুত্ব সহকারে তালিম দেওয়া হয়। কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই সমস্ত ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশন বিশেষ সমাদৃত হয়েছে বহুবার। প্রত্যন্ত সুন্দরবনের এই শিশুরা লন্ডন প্রবাসী শিশুদের সঙ্গেও একত্রে অনুষ্ঠান করেছে। এবার এই শিশুদের শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক পরিপূর্ণ বিকাশের জন্য স্কুল সংলগ্ন জমিতে সেকেণ্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি সিএসআর এর সহযোগিতায় গড়ে তোলা হয়েছে একটি শিশু উদ্যান। গত ১১ মে স্বামী বিবেকানন্দের নামে নামাঙ্কিত এই ‘‌বিবেক শিশু উদ্যান’‌ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও উক্ত প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতার বরিষ্ঠ মহারাজদ্বয় স্বামী অভয়াদানন্দজী মহারাজ ও স্বামী ভবন্তকানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ কে রায়চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ পার্থসারথি মুখোপাধ্যায়, সেকেণ্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানির সিইও শ্রী অঞ্জন রায়চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও সুলেখা কোম্পানির কর্ণধার শ্রী কৌশিক মৈত্র সহ কলকাতা থেকে আগত বহু বিশিষ্ট মানুষজন। 
  • Link to this news (আজকাল)