Election: বাংলার আট আসনে চলছে ভোটগ্রহণ, একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি...
আজকাল | ২৫ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাংলার আট আসনে সকাল থেকে চলছে ভোটগ্রহণ। আসনগুলি হল কাঁথি, তমলুক, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ও ঘাটাল। ভোট শুরু হতেই একাধিক এলাকা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে। যদিও কিছুক্ষণের মধ্যে ইভিএম ঠিক করে ভোট শুরু হয়ে যায়। হলদিয়ায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে দেখে ‘চোর’ স্লোগান ওঠে। তমলুকে তৃণমূলের দুই এজেন্টকে ‘অপহরণের’ অভিযোগ উঠেছে। হলদিয়ায় সিপিএম এজেন্টকেও ‘অপহরণের’ অভিযোগ উঠেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এদিকে, নন্দীগ্রামে ভোটারদের আটকাতে সেতু ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় কমিশনে যাচ্ছে তৃণমূল। কনভয়ে অতিরিক্ত গাড়ি থাকার অভিযোগে কেশপুরের আনন্দপুরে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। একাধিক বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুথে বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। একাধিক এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। সবংয়ে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। আবার রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সবমিলিয়ে প্রথম দুই ঘন্টায় অভিযোগ জমা পড়েছে ৩৬৪ টি। এদিকে প্রথম দুই ঘণ্টায় রাজ্যের আট আসনে ভোটের হার ১৬.৫৪ শতাংশ।