আজকাল ওয়েবডেস্ক: ঝাড়গ্রামে ভোটের দিন সকালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে ছড়াল চাঞ্চল্য। মৃতের নাম উত্তম মাহাতো। মদের আসরে বচসার জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সংঘাতের কোনও সম্পর্ক নেই বলে দাবি পুলিশের। কারণ মৃতদেহের পাশে মদের বোতল ও জল পড়েছিল। জানা গেছে পেশায় গাড়িচালক ছিলেন উত্তম। বেলাটিকরির বাসিন্দা। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ওই যুবকের দেহ পড়তে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে তাঁর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের দাবি, কর্মসূত্রের অন্যত্র থাকতেন উত্তম। দিনকয়েক আগেই বাড়ি ফেরেন। লালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।