• ‌তমুলকে ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, আহত আরও এক
    আজকাল | ২৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার ষষ্ঠ দফা ভোটের আগের দিন রক্ত ঝরল বাংলায়। তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করার অভিযোগ উঠেছে। অন্য দিকে, এই লোকসভা কেন্দ্রের ময়নায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। তবে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। মহিষাদলের মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মইবুল (৪২)। ঘটনাটি ঘটে মহিষাদলের ধামাইতনগর এলাকায়। শুক্রবার সন্ধেয় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মইবুল। সে সময় রজনীগঞ্জ বাজার এলাকায় তাঁর সঙ্গে কয়েক জনের বচসা বাধে। কথা কাটাকাটি চলাকালীনই মইবুলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তার পাশে ফেলে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা মইবুলকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তমলুক রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয় গত রাতে। মইবুল বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, তৃণমূল সূত্রে খবর, শুক্রবার রাতে ময়নার ইজমালিচক এলাকায় এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এই নিয়ে ষষ্ঠ দফা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে দু’জন খুন হলেন। বিজেপির এক মহিলা কর্মীর পর তৃণমূলের এক কর্মী। 
  • Link to this news (আজকাল)