• চেন্নাই থেকে দিল্লি, ফাইনালের আগে হঠাৎই কেন ফিরে গেলেন গম্ভীর' ...
    আজকাল | ২৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার আইপিএল ফাইনালে মুখোমুখি কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে হঠাৎই ছুটিতে গৌতম গম্ভীর। না, অবাক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। এই ছুটি মাত্র কয়েক ঘণ্টার। এক বেলার জন্য চেন্নাই থেকে দিল্লি উড়ে গেলেন নাইটদের মেন্টর। শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ। ভোট দিতেই দিল্লি উড়ে গিয়েছে। গম্ভীর। ভোট দেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন কেকেআরের মেন্টর। ছবির ক্যাপশনে লেখেন, 'সবাই ভোট দাও। এটা তোমাদের অধিকার। এটা তোমাদের দেশ।' ভারতের পতাকার একটি ইমোজিও দেন। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন গম্ভীর। বিজেপির হয়ে ভোটে জিতে পূর্ব দিল্লির সংসদ হন। কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। তারপরই কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালের আগের দিন উড়ে যান দিল্লিতে। এদিন দুপুরে কেকেআরের জিম সেশন ছিল। তারপর অধিনায়কদের ফটোশুট। তারপর বিকেল পাঁচটা থেকে প্র্যাকটিস। তার আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা গম্ভীরের। একসময় জনগণের সেবায় নিজেও নিযুক্ত ছিলেন। কিন্তু এবার তিনি ভোটে দাঁড়াননি। এবার অন্য লড়াইয়ে গম্ভীর। নাইটদের দায়িত্ব নিয়েই শিবিরের ভোল বদলে দিয়েছেন। আইপিএল জয়ের হ্যাটট্রিকের হাতছানি তাঁর এবং নাইটদের। 
  • Link to this news (আজকাল)