• ARREST: পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদাকে গ্রেপ্তার করল পুলিশ...
    আজকাল | ২৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পুণের পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদা সুরেন্দ্র আগরওয়ালকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে চালককে শাসানো, আটকে রেখে জোর করে দুর্ঘটনার দায় নিতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগরওয়ালকে। এবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কিশোরের ঠাকুরদাকে। ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে ইয়েরওয়াড়া থানার দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ১৯ মে দুর্ঘটনার পর ওই দুই আধিকারিক তাঁদের ঊর্ধ্বতনদের বিষয়টি সম্পর্কে অবহিত করেননি বলে অভিযোগ। ঘটনার পর পরই রাহুল জাগদালে এবং বিশ্বনাথ টোডকরী নামে দুই পুলিশ আধিকারিক সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁরা সময়মতো ঊর্ধ্বতনদের এবং কন্ট্রোল রুমে খবর দেননি। 
  • Link to this news (আজকাল)