• Lok Sabha Elections: ৫৮ আসনে চলছে ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর...
    আজকাল | ২৫ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে দেশে। শনিবার দেশের ৫৮ আসনে চলছে ভোট। ভোট চলছে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসনে। বিহার ও বাংলার আটটি করে আসনে চলছে ভোটগ্রহণ। দিল্লির সবকটি অর্থাৎ সাতটি আসনে চলছে ভোট। হরিয়ানাতেও সবকটি অর্থাৎ দশটি আসনে চলছে ভোট। ঝাড়খণ্ডের চার, উত্তরপ্রদেশের ১৪টি আসনেও চলছে ভোট। আর জম্মু–কাশ্মীরের অনন্তনাগ–রাজৌরিতে চলছে ভোটগ্রহণ। এছাড়া ওড়িশার ছয়টি আসনে চলছে ভোট। পাশাপাশি ওড়িশায় এদিন ৪২ আসনের বিধানসভা ভোটও চলছে। এদিন ভোট দেবেন ১১ কোটিরও বেশি ভোটার। ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর। ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার (উত্তর–পূর্ব দিল্লি)। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম)। বিজেপির মেনকা গান্ধী লড়ছেন উত্তরপ্রদেশের সুলতানপুরে। আজমগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ প্রার্থী করেছেন তাঁর তুতো ভাই ধর্মেন্দ্রকে। নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য রাধামোহন সিং বিহারের পূর্ব চম্পারণ এবং ধর্মেন্দ্র প্রধান ওড়িশার সম্বলপুরে প্রার্থী। ওড়িশারই পুরীতে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র লড়াইয়ে রয়েছেন। অনন্তনাগ–রাজৌরিতে পিডিপি সভানেত্রী তথা জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রয়েছেন ভোটের লড়াইয়ে। দেশবাসীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌সকলকে ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বিকশিত হয় যখন জনগণ নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভাবে যুক্ত হয়। বিশেষ করে মহিলা ভোটার এবং যুবদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’‌ 
  • Link to this news (আজকাল)