আজকাল ওয়েবডেস্ক: হাওড়া, হুগলির পর পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠল যৌন নিগ্রহের অভিযোগ। জল চাওয়ার অছিলায় বাড়িতে গিয়ে সিআরপিএফ জওয়ান বধূর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। ভোটের ডিউটি থেকে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ওই মহিলা ডেবরার ১২৬ নম্বর বুথের ভোটার। মহিলার দাবি, এক সিআরপিএফ জওয়ান তাঁর বাড়িতে এসে জল চান। ওই মহিলা জলের বোতল দেন। তখন উঠোনে বসে রান্না করছিলেন ওই মহিলা। অভিযোগ, অশ্লীলভাবে স্পর্শ করে বোতলটি বধূর কোলে রাখে ওই জওয়ান। হাতও চেপে ধরে বলে অভিযোগ। আতঙ্কিত ওই মহিলা গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানান। গোটা ঘটনার কথা কমিশনে জানানো হয়। এরপরই ওই জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় ওই জওয়ানকে। ফাইল ছবি