• ‌ভোটদানে বাধা তৈরি করতে সেতু ভাঙার অভিযোগ উঠল নন্দীগ্রামে...
    আজকাল | ২৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুথে যাওয়ার রাস্তায় রয়েছে অস্থায়ী সেতু। কাঠের সেই অস্থায়ী সেতু মাঝখান থেকে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামে। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা এলাকার সোনাচূড়ায় এই ঘটনা ঘটে। ২৭৪ এবং ২৭৫ নম্বর বুথে যাওয়ার রাস্তায় ওই সেতুর বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানান। অভিযোগ সেতুতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশ এসে দুষ্কৃতীদের তাড়ায়। সেতুটি পেরিয়ে অন্য পারে যাওয়ার একটি অস্থায়ী ব্যবস্থাও করে। এই ঘটনায় বিজেপি সেতু ভাঙার অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কমিশনে অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)