• Election: ইভিএমে বিজেপির ট্যাগ, কমিশনে নালিশ তৃণমূলের
    আজকাল | ২৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলার আট আসনে চলছে ভোটগ্রহণ। ভোট শুরু হতেই একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। রঘুনাথপুরের যেমন পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ, বাঁকুড়া লোকসভার রুঘুনাথপুর বিধানসভার ৫৬, ৫৮, ৬০, ৬১, ৬২ নম্বর বুথে পাঁচটি ইভিএম শুধুমাত্র বিজেপির ট্যাগ ছিল। প্রসঙ্গত, রঘুনাথপুর বিধানসভা পুরুলিয়া জেলার মধ্যে পড়লেও বাঁকুড়া লোকসভার অন্তগর্ত। এই বিধানসভার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ৫৬, ৫৮, ৬০, ৬১, ৬২ নম্বর পাঁচটি বুথে বিজেপির ট্যাগ লাগানো ইভিএম পাওয়া যায়। তৃণমূলের অভিযোগ ‘মক পোলে’র সময় বিজেপির এজেন্টরা এই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টিকে অবশ্য পাত্তা দেয়নি বিজেপি। ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
  • Link to this news (আজকাল)