• New York: নিউইয়র্কে চাকরি ছেড়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার নিউইয়র্কে গত তিন মাসে চাকরি ছেড়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ। কর্মচারীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট। এর আগে এত অল্প সময়ে এত বেশি সংখ্যক মানুষকে চাকরি ছাড়তে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, চাকরিজীবীরা নতুন চাকরি পাওয়ার ব্যাপারে বেশ আস্থাশীল। চাকরি ছাড়লে নতুন চাকরি পাবেন এমন নিশ্চয়তা থেকেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। নিউইয়র্কে বিভিন্ন সেক্টর মিলিয়ে প্রায় ৫০ লক্ষ শূন্যপদ রয়েছে। স্টেট গভর্নর ক্যাথি হোকুল এবং শহরের মেয়র এরিক অ্যাডামসও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লেবার ফোর্স বাড়ানোর জন্য তারা অ্যাসাইলাম প্রার্থীদের জরুরি ভিত্তিতে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির তথ্য বলছে, নিউইয়র্কে জীবনযাত্রা ব্যয়বহুল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ছেলেমেয়েদের ভালো পরিবেশ ও স্কুলে লেখাপড়ার করানোর ইচ্ছায় অনেকে নিউইয়র্ক ছেড়ে যেতে চাইছেন। সে কারণে এখানকার চাকরিও ছেড়ে দিচ্ছেন তাঁরা। বেছে নিচ্ছেনটেক্সাস ও ফ্লোরিডার মত জায়গাগুলিকে। অনেকে নিউইয়র্কের আলবেনি, বিংহ্যামটন, সিরাকুজ কিংবা রচেস্টরেও বসবাস করছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসে ৫ লক্ষ ১০ হাজার নিউইয়র্কবাসী চাকরি ছেড়েছেন। ২০২৩ সালের এই সময়ে এই সংখ্যা ছিল ছিল ৪ লক্ষের মত।
  • Link to this news (আজকাল)