• IPL Final: বৃষ্টিতে ভেস্তে গেল নাইটদের প্র্যাকটিস, ট্রফি নিয়ে কামিন্সের সঙ্গে সমুদ্র সৈকতে শ্রেয়স...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালের আগের দিন অনুশীলন হল না কেকেআরের। বৃষ্টির জন্য প্র্যাকটিসে নামতেই পারেনি নাইটরা। শনিবার চিপকে বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত প্রাক ম্যাচ প্রস্তুতি সারার কথা ছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। গোটা দল স্টেডিয়ামে চলে এলেও বৃষ্টির জন্য মাঠেই নামতে পারেনি। অনুশীলনের নির্ধারিত সময়ের আগে যৌথ সাংবাদিক সম্মেলন করেন শ্রেয়স আইয়ার এবং প্যাট কামিন্স। এদিন হায়দরাবাদের কোনও প্র্যাকটিস ছিল না। গতকাল ম্যাচ খেলায় তাঁরা আগেই জানিয়ে দিয়েছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'রেমাল' তৈরি হয়েছে। এদিন তারই প্রভাব পড়ে চেন্নাইয়ে। শনিবার বিকালে হালকা বৃষ্টি হয়। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ফাইনাল ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। রিজার্ভ ডে আছে। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে, সোমবার মুখোমুখি হবে দুই দল। তবে প্রাথমিকভাবে রবিবারই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির কথা মাথায় রেখে অতিরিক্ত দু'ঘণ্টা বরাদ্দ করা আছে। ওভার কমিয়ে হলেও সেদিনই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। যদি শেষপর্যন্ত সেটা কোনওভাবেই করা না যায়, তাহলে বাধ্য হয়েই সোমবার ম্যাচের বাকি অংশ হবে। শনিবার দুপুরে ফাইনালের আগে দুই অধিনায়কের ফটোশুট ছিল। চেন্নাইয়ের দ্রষ্টব্য স্থান মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতে নৌকার ওপর বসে পোজ দিলেন শ্রেয়স এবং কামিন্স। দু'দিকে দুই অধিনায়ক, মাঝে আইপিএল ট্রফি। চেন্নাইয়ের অটোতেও ছবি তোলেন দুই নেতা। চালকের আসনে নাইটদের জার্সিতে শ্রেয়স। হেলান দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে কামিন্স। সমুদ্র সৈকতে মেলায়ও ফটোসেশন হয়। শেষমেষ কোন দল বৈতরণী পার করতে পারবে সেটা জানার জন্য আরও একটা দিন অপেক্ষা করতে হবে। 
  • Link to this news (আজকাল)