• India Coach: রোহিত-কোহলিদের দায়িত্ব নিতে চায় না বিদেশিরা, ভারতের কোচের পদ প্রত্যাখ্যান আইপিএলের আরও এক কোচের...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির খোঁজ চলছে। ভারতীয় দলের হেড কোচ হিসেবে আবেদনের শেষ দিন ২৭ জুন। অর্থাৎ সেই মেয়াদ শেষ হতে আর দু'দিন বাকি আছে। কিন্তু সেইভাবে আগ্রহ দেখাচ্ছে না বিদেশিরা? ভারতীয় দলের হেড কোচ হওয়া অত্যন্ত সম্মানের। এককথায় লোভনীয় পজিশন। কিন্তু তাসত্ত্বেও আগ্রহ হারাচ্ছেন বিদেশিরা। দু'দিন আগে রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছিলেন, তাঁদের কাছে প্রস্তাব এসেছিল, যা তাঁরা ফিরিয়ে দেন। তারপর এক অনুষ্ঠানে জয় শাহ দাবি করেন, অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তনীকে প্রস্তাব দেওয়া হয়নি। পন্টিং, ল্যাঙ্গারের পর এবার আরও একজন এই পদে আগ্রহ হারালেন। তিনি কুমারা সাঙ্গাকারা। অনেকের মতো তাঁর নাম নিয়েও আলোচনা চলছিল। কিন্তু রাজস্থান রয়্যালসের কোচ জানিয়ে দেন, রোহিতদের কোচ হতে চান না তিনি। সাঙ্গাকারা বলেন, 'আমাকে এখনও কোনও প্রস্তাব দেওয়া হয়নি। পূর্ণ সময়ের জন্য ভারতীয় দলের কোচ হওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়। আমি রাজস্থানের দায়িত্বে খুশি। তাই অন্য কিছু নিয়ে ভাবছি না।' আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে ছিটকে যায় রাজস্থান। ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে, স্পষ্ট জানিয়ে দেন সাঙ্গাকারা। এইসবের থেকে বোঝাই যাচ্ছে, দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে ভারতীয়রাই এগিয়ে। 
  • Link to this news (আজকাল)