• ছত্তিশগড়ে বারুদ কারখানায় বিস্ফোরণে মৃত ১, আহত বহু
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার ছত্তিশগড়ের বেমেতারায় একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। এখনও পর্যন্ত ৬ জনের আহত হওয়ার খবর মিলেছে। তবে জানা গিয়েছে, অনেকেই এখনও নিখোঁজ। সূত্রের খবর, বোরসি গ্রামের কারখানায় বিস্ফোরণটি ঘটে। দুর্গ এবং রায়পুরের পার্শ্ববর্তী জেলাগুলি থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ইউনিটের দুটি দলকে বিস্ফোরণস্থলে নিয়ে যাওয়া হয়। আগুন নেভাতে অন্তত ১০ থেকে ১২টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ধ্বংসস্তূপে এখনও অনেক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। আহতদের রায়পুরের ডাঃ ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও জানান, ঘটনার তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি।
  • Link to this news (আজকাল)