• আগরতলা স্টেশন থেকে উদ্ধার বেআইনি অস্ত্র, গ্রেপ্তার ২
    আজকাল | ২৬ মে ২০২৪
  • নিতাই দে, আগরতলা: অবৈধ বাংলাদেশী ও নেশা সামগ্রীর পর এবার আগরতলা রেল স্টেশনে পিস্তলসহ ধরা পড়ল জনজাতি যুবক ও যুবতী। শনিবার আগরতলার রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস জানান, শুক্রবার গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল রাতে মনিপুর থেকে আগরতলাগামী জন শতাব্দী এক্সপ্রেসে করে সন্দেহভাজন কিছু লোক আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। সেই সূত্রের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ বাহিনীর জওয়ানরা গোটা স্টেশন চত্বরে বিশেষ নজরদারি চালায়। রাতে ১০টা ৪৫ মিনিট নাগাদ পুলিশ এক যুবক ও যুবতীকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আমেরিকায় তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন, নগদ টাকা। পুলিশ তাদের আটক করে জিআরপি থানায় নিয়ে আসে। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা (২২) এবং করণ দেববর্মা (২৪)। তাদের দুজনের বাড়ি ত্রিপুরার খোয়াই জেলাতে। ওসি আরও জানান, অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। তাদেরকে ৫দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।
  • Link to this news (আজকাল)