• TOURISTS: কেরালায় গুগুল ম্যাপ দেখে চলতে গিয়ে নদীতে গাড়ি
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : আজকের দিনে গুগুল ম্যাপ ব্যবহার করে গন্তব্যে পৌঁছন এমন ব্যক্তির অভাব নেই। কিন্তু সেই গুগুল ম্যাপই যদি হয় প্রাণসংশয়ের কারণ তখন বিষয়টি যথেষ্ট চিন্তার। পর্যটকদের একটি দল হায়দরাবাদ থেকে কেরালার আলাপুজ্জার দিকে যাচ্ছিল। পথে রাস্তা ভুলে যায় তাঁরা। এরপর গুগুল ম্যাপকে সঠিক গন্তব্য দেখাতে বলে। রাস্তার উপর খানিকটা জল জমেছিল। পাশেই ছিল নদী। গুগুল ম্যাপ ধরে চলতে গিয়ে পর্যটকদের গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীতে। গাড়িতে তিনজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। তাঁরা সহায়তার জন্য চিৎকার করতে থাকেন। স্থানীয়রা তড়িঘড়ি নদীতে নেমে চারজনকেই উদ্ধার করে। তবে নদীতে গাড়িটি তলিয়ে যায়। এযাত্রা প্রাণে রক্ষা পান পর্যটকরা। তবে এই ঘটনার জেরে গুগুলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেই গেল। 
  • Link to this news (আজকাল)