Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ১১০ কিমি বেগে ঝড়, ৬ জেলায় লাল সতর্কতা ...
আজকাল | ২৬ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাংলায় দুর্যোগের ঘনঘটা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে। রবিবার উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। বর্তমানে সাগরদ্বীপ থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শনিবার সন্ধেয় কলকাতা, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। গোটা দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে লাল সতর্কতা। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১১০ কিমি বেগে ঝড় বইতে পারে। অন্যান্য জেলায় হলুদ সতর্কতা রয়েছে। সোমবার নদিয়া, মুর্শিদাবাদে লাল সতর্কতা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।