• Abhijit Ganguly: ময়নায় ধর্নায় বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ময়না এলাকায় ধর্নায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি তল্লাশি করা হয়েছে। ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু নিখোঁজ। শুক্রবার রাত থেকে তাঁর ফোনে ফোন করলেও পাওয়া যাচ্ছে না। গৌতমের স্ত্রীর থেকে খবর পেয়েই ঘটনাস্থলে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশির প্রতিবাদে ধর্নায় বসেন তিনি। উল্লেখ্য, এদিন ওই এলাকায় লোকসভা নির্বাচন চলছে। সকাল থেকেই একাধিক বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তমলুকের বিজেপি প্রার্থীকে। তারপর এদিন ধর্নায় বসলেন তিনি।
  • Link to this news (আজকাল)