• Weather: ‌দিঘায় শুরু বৃষ্টি, ‘‌রেমাল’‌ মোকাবিলায় সক্রিয় এনডিআরএফের ১২ দল...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঘূর্ণিঝড় ‘‌রেমাল’‌ রবিবার গভীর রাতে আছড়ে পড়বে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে। এর প্রভাবে রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুর থেকেই অবশ্য দিঘায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সমুদ্র সকাল থেকেই ছিল উত্তাল। উপকূলবর্তী বাকি জেলাতেও শনিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌শনিবার দুপুরের পর কলকাতার আকাশও মেঘলা। নামতে পারে বৃষ্টি। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ)। দক্ষিণবঙ্গে এনডিআরএফ–এর ১২টি দল নিযুক্ত করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় থাকবে। ঝড় এবং তৎপরবর্তী পরিস্থিতি মোকাবিলা করবে। এনডিআরএফ–এর যে ১২টি দলকে দক্ষিণবঙ্গে মোতায়েন করা হয়েছে, সেগুলি থাকবে কলকাতা বিমানবন্দর এলাকা, হাসনাবাদ, বসিরহাট, গোসাবা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, দিঘার রামনগর, কাঁথি, দাঁতন, নারায়ণগড় এবং আরামবাগে। দিঘায় দু’টি দল থাকবে বলে জানা গিয়েছে।‌
  • Link to this news (আজকাল)