• কাঠচোর সন্দেহের গুলি বনকর্মীদের! জঙ্গলে গোরু খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের
    ২৪ ঘন্টা | ২৬ মে ২০২৪
  • অরূপ বসাক: জঙ্গলের গোরু খুঁজতে গিয়েছিলেন! তারপর? বনকর্মীদের গুলিতে প্রাণ গেল এক নিরীহ গ্রামবাসীর। আহত আরও ১। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়াল ডুয়ার্সের নাগরাকাটায়।

    স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শম্ভুমানকি মুণ্ডা। নাগরাকাটার বামনডাঙা চা বাগানের শ্রমিক ছিলেন তিনি। গোরু পুষতেন বাড়িতে। স্ত্রী সুনীতার দাবি, 'দুপুরে গোরু খুঁজতে চা বাগান লাগোয়া জঙ্গলে গিয়েছিলেন শম্ভু। তখন কাঠচোর সন্দেহে গুলি চালান বনকর্মীরা'। তাঁর কথায়, 'এখন কি ভাবে আমার সংসার চলবে। আমরা সুবিচার চাই'।এদিকে শম্ভুর সঙ্গেই জঙ্গলে গিয়েছিলেন ছাট্টু লোহার নামে আরও একজন। বামনডাঙারই  মডেল ভিলেজের বাসিন্দা তিনি। গুলিতে জখম হয়েছেন তিনি।  জঙ্গলে কেন গুলি? বনদফতর সূত্রে খবর, এদিন ডায়নার দঙ্গলে কাঠ কাটতে ঢুকেছিল ২০ জন। সংখ্যা তারা ছিল ২০ জন, আর বনকর্মী মাত্র ৩ জন। বাধা দিলে, বনকর্মীদের উপর হামলা চালায় কাঠপাচারকারীরা। নিজেদের বাঁচাতে বাধ্য হয়েই গুলি চালান বনকর্মীরা। অভিযোগও দায়ের করা হয়েছে নাগরাকাটা থানায়।
  • Link to this news (২৪ ঘন্টা)