• ভোটের লাইনে এবার মহিলাকে 'যৌন হেনস্থা' কেন্দ্রীয় বাহিনীর!
    ২৪ ঘন্টা | ২৬ মে ২০২৪
  • সুতপা সেন: ফের 'যৌন হেনস্থা' কেন্দ্রীয় বাহিনীর! অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে। এবার ঘাটাল লোকসভার কেন্দ্রে ডেবরায়।

    ঘটনাটি ঠিক কী?

    আজ, শনিবার ষষ্ঠ দফা ভোট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব। বিপক্ষে বিজেপি হিরণ। কমিশন সূত্রের খবর, যে মহিলা অভিযোগ করেছেন, তিনি ডেববার ১২৬ নম্বর বুথের ভোটার। ওই মহিলার দাবি, যখন ভোট দিতে যান, তখন তাঁকে যৌন হেনস্থা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক জন। এই ঘটনায় সরব তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা বলেন, 'বার বার অভিযোগ উঠছে। এর আগে আমার দেখেছি, হাওড়ার জাঙ্গিপাড়ায় বাড়িতে ঢুকে CRPF-র হেনস্থা। আজ ঘাটালের ডেবরা দেখছি। মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে CRPF-র হেনস্থা। যাঁরা লাইনে দাঁড়িয়ে আছে, তাঁরা যেন বিজেপির প্রতীকে ভোট দেন! সেটা করতে গিয়েই মহিলাদের হেনস্থা করা হচ্ছে'।  

    এদিকে পঞ্চম দফায় ভোট হয়ে গিয়েছে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। ভোটের আগের দিন সন্ধ্যেয় হঠাৎ-ই সাংবাদিক করেছিলেন মন্ত্রী শশী পাঁজা। অভিযোগ, 'এক মহিলা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছে, চণ্ডীপুর অঞ্চল, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। সেই সময় কেন্দ্রীয় বাহিনী, যাঁরা রয়েছে, তাঁরা এসে তাঁকে কু-প্রস্তাব দেয়। স্বাভাবিকভাবেই প্রত্যাখান...তারপর ২ CISF, তাঁরা তাকে শ্লীলতাহানি করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন আসে। এই কেন্দ্রীয় বাহিনী, যাঁরা নাকি রক্ষক!তাঁরা মহিলাকে নির্যাতন করলেন'।  
  • Link to this news (২৪ ঘন্টা)