ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ...
আজকাল | ২৬ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি। স্কোরলাইনও এক। তবে বদলে গেল বিজয়ী দলের নাম। শনিবার ওয়েম্বলিতে ম্যান সিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মধুর প্রতিশোধ এরিক টেন হ্যাগের দলের। ম্যান ইউয়ের দুই গোলদাতা আলেজান্দ্রো গারনাচো এবং কবি মাইনো। মোট ১৩ বার এফএ কাপ জিতল রেড ডেভিলস। ওল্ড ট্র্যাফোর্ডে এরিক টেন হ্যাগের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে এই জয়ের পর হয়তো আরও এক মরশুম তাঁর থেকে হওয়ার সম্ভাবনা বাড়ল। এদিন কোনও প্রতিরোধ গড়তে পারেনি ম্যান সিটি। গোলকিপার স্টিফেন ওর্তেগার ভুল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন আলেজান্দ্র। তার ৯ মিনিটের মধ্যে ২-০। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান উঠতি তারকা কবি। বিরতির আগেই জোড়া গোলে এগিয়ে যায় ম্যান ইউ। প্রথম ৪৫ মিনিট ম্যাড়ম্যাড়ে ফুটবল পেপ গুয়ার্দিওলার দলের। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েছিল সিটি। হাল্যান্ডের শট পোস্টে লাগে। কাইল ওয়াকারের শট বাঁচায় ম্যান ইউ কিপার। ম্যাচের ৮৭ মিনিটে ব্যবধান কমান জেরেমি ডোকু। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বাকি সময়ের মধ্যে জোড়া গোল দেওয়া সম্ভব ছিল না। গতবছর এই একই ব্যবধানে ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান সিটি। এদিন মধুর প্রতিশোধ নিল টেন হ্যাগের দল।