• Delhi: দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭ সদ্যোজাত, আহত একাধিক ...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে দিল্লির এক শিশু হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৭ সদ্যোজাতর। আহত বহু। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এক শিশু হাসপাতালে আগুন লাগার দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীন ৭ সদ্যোজাত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। আহত অবস্থায় ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে শনিবার রাতে দিল্লির শাহদরায় একটি আবাসনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। আবাসন থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
  • Link to this news (আজকাল)