• রাজকোটের গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৯ শিশু সহ ২৪ ...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের রাজকোটের এক গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে মৃত অন্ততপক্ষে ২৪ জন। মৃতদের মধ্যে ৯ জন শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। এখনও পর্যন্ত ২৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে গেমিং জোন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। তারপর দ্রুত তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে গেমিং জোনের মালিক ও ম্যানেজার। সিট গঠন করে তদন্ত চলছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)