রাত ১১টার ট্রেনে যাত্রী হল না, পরে বৃদ্ধির আশা মেট্রোর
আনন্দবাজার | ২৬ মে ২০২৪
শুক্রবার প্রথম দিনের রাত ১১টা থেকে মেট্রো পরিষেবায় তেমন সাড়া মিলল না। দু’টি ট্রেন মিলিয়ে ওই রাতে ১৪০ জন যাত্রী সফর করেছেন। দমদম, এসপ্লানেড, মহানায়ক উত্তমকুমারের মতো স্টেশনে কিছু যাত্রী মিললেও বহু স্টেশনে এক বা দু’জন যাত্রী ছিলেন। মেট্রো কর্তৃপক্ষের আশা, সোম থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবা খোলা থাকার বিষয়টি যাত্রীদের কানে পৌঁছলে ধাপে ধাপে এই সংখ্যা বাড়বে। সে ক্ষেত্রে আরও কম ব্যবধানে পরিষেবা শুরুর কথা ভাবা যাবে। রাতে কোন স্টেশনে কত যাত্রী আসছেন, তার হিসাব কর্তৃপক্ষ রাখছেন।
তবে রাত ৯টা ৪০ মিনিটের পরে ১১টায় মেট্রো চালানোর ফলে স্মার্ট কার্ড এবং টোকেনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ ৯টা ৪০ মিনিটের ট্রেন ফসকালে রাত ১১টা পর্যন্ত যদি অপেক্ষা করেন, তা হলে সফরের মধ্যেই ওই যাত্রীর টিকিটের দু’ঘণ্টার মেয়াদ ফুরিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে এক প্রান্তিক স্টেশন থেকে অন্য প্রান্তিক স্টেশন বা তার কাছাকাছি দূরত্বের যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
অন্য দিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সব মেট্রো স্টেশনের সুপারদের রবিবার স্টেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শেড ভেঙে পড়া বা অন্য কোনও বিপজ্জনক পরিস্থিতি নজরে রাখতেই ওই নির্দেশ। এ ছাড়া, অরেঞ্জ লাইনে রবিবার পরিষেবা বন্ধ থাকলেও শিফট ইন-চার্জদের স্টেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।