• JAPAN: সিমরণের সোনার দৌলতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ষষ্ঠ স্থান ভারতের...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপে ভারতের সিমরণ শর্মা মহিলাদের ২০০ মিটারে সোনা জিতেছেন। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে সিমরণ ২৪ দশমিক সেকেন্ড সময়ে এই পদক জেতেন। এটিই ছিল তাঁর সেরা সময়। এর আগে তাঁর সেরা সময় ছিল ২৫ দশমিক ১/৬ সেকেন্ড। এবারের প্রতিযোগিতায় ভারত ৬ টি সোনা সহ মোট ১৭টি পদক জিতে ষষ্ঠ স্থান দখল করল।
  • Link to this news (আজকাল)