• বিশ্বকাপের জন্য মার্কিন মুলুকে পাড়ি রোহিতদের, গেলেন না বিরাট-হার্দিক...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিলেন রোহিত শর্মারা। মুম্বই থেকে দুবাই হয়ে যাবেন নিউইয়র্ক। দু, তিন দফায় যাবে ভারতীয় দল। তারমধ্যে প্রথম গ্রুপ শনিবার রাত দশটার বিমানে আমেরিকা পাড়ি দিল। যাদের আইপিএল শেষ হয়ে গিয়েছে, তাঁরাই এই দলে ছিলেন। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং। ছিলেন রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সাপোর্ট স্টাফও। অর্থাৎ দলের অধিকাংশই প্রথম দফায় নিউইয়র্ক পাড়ি দেয়। বোর্ডের সোশ্যাল সাইটে বিমানবন্দরের ছবি পোস্ট করা হয়। কিন্তু রোহিতদের সঙ্গে যাননি বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া।‌ অথচ তাঁদের দু'জনের দলই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। জানা গিয়েছে, ৩০ মে আমেরিকা যাবেন কোহলি। একই সময় যাবেন হার্দিকও। যার ফলে ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তাঁদের। কিন্তু কেন আইপিএলে তাঁদের দল ছিটকে যাওয়া সত্ত্বেও প্রথম দফায় দলের সঙ্গে আমেরিকা গেলেন না দুই তারকা ক্রিকেটার? শোনা যাচ্ছে, ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি আছে বিরাটের। তাই নির্ধারিত সূচি অনুযায়ী তিনি যেতে পারেননি। অন্যদিকে হার্দিক এখন দেশে নেই। তিনি লন্ডনে আছেন। সেখান থেকেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। দ্বিতীয় দফায় কোহলি ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দেবেন যশস্বী জয়েসওয়াল, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল। 
  • Link to this news (আজকাল)