AMIT SHAH: আগামী ৩ বছরের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে: অমিত শাহ
আজকাল | ২৬ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আগামী তিন বছরের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে। ছত্তিশগড়ে যে মাওবাদী সমস্যা রয়েছে সেটিও মিটে যাবে। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, দেশের এই সময়ে পশুপতিনাথ এবং তিরুপতির মধ্যে কোনও মাও করিডর নেই। দেশের প্রতিটি অংশ থেকে মাওবাদ দমন করা হয়েছে। সামান্য যে সমস্যা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যেই মিটিয়ে ফেলা হবে। ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, কংগ্রেস ছিল বলেই ছত্তিশগড় থেকে মাও সমস্যা দূর করা যাচ্ছিল না। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছত্তিশগড়ে মাওবাদী দমনের কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ১২৫ জন মাওবাদীকে হত্যা করা হয়েছে। ৩৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭৫ জন আত্মসমর্পন করেছে। প্রসঙ্গত, ১৬ এপ্রিল ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী আত্মসমর্পন করেছে। এদের মধ্যে বেশ কয়েকজন নামকরা মাওবাদীও রয়েছে।