• GOLD: আহমেদাবাদ বিমানবন্দর থেকে উদ্ধার প্রায় সাড়ে দশ কেজি সোনা, বাজারমূল্য ৭.৭৫ কোটি টাকা...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হল ১০ দশমিক ৩২ কিলোগ্রাম সোনা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৭.৭৫ কোটি টাকা। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিআরআই। বিমানবন্দরের কাছের একটি হোটেল থেকে এই সোনার চোরাচালান করা হত বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই অফিসাররা আবু ধাবি থেকে আসা দুই যাত্রীকে নজরে রাখে। এরপরই এই বিপুল পরিমান সোনা উদ্ধার করা হয়। সোনা পাচারের একটি বড়সড় সিন্ডিকেটেরও সন্ধান পেয়েছে ডিআরআই। এখান থেকে দেশের বিভিন্ন অংশে সোনা পাচারের কাজ করা হত বলে জানা গিয়েছে। এই সমস্ত সোনা আবু ধাবি থেকে এবং দুবাই থেকে ভারতে পাচার করা হয়েছে বলে জানা গিয়েছে। চেন্নাইয়ের একটি সোনা পাচার চক্রের এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে। এই সিন্ডিকেটের খোঁজ করা চলছিল বিগত চার মাস ধরেই। এরপরই এই সফলতা এল।  
  • Link to this news (আজকাল)