Rajasthan: ৫০ ডিগ্রিতে পুড়ছে রাজস্থান, ৭২ ঘণ্টায় হিট স্ট্রোকে মৃত্যু ২৫ জনের ...
আজকাল | ২৬ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ৫০ ডিগ্রি ছুঁল রাজস্থানের তাপমাত্রা। একটানা তীব্র তাপপ্রবাহ মরুরাজ্যে। আপাতত জ্বালাপোড়া গরম থেকে মিলবে না রেহাই। সোমবার পর্যন্ত ঊর্ধ্বমুখীই থাকবে তাপমাত্রার পারদ। মৌসম ভবন সূত্রে খবর, শনিবার রাজস্থানের ফলোদিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালে এখানে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বাড়মেড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.৮ ডিগ্রি, জয়সলমীরে ৪৮ ডিগ্রি, বিকানোরে ৪৭.২ ডিগ্রি, চুরুতে ৪৭ ডিগ্রি, কোটায় ৪৬ ডিগ্রি এবং জয়পুরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩টি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহে গত ২৪ ঘণ্টায় হিট স্ট্রোকে রাজস্থানে প্রাণ হারিয়েছেন ৬ জন। গত ৭২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। এই আবহে সকাল ১০টার পর থেকে বিকেল ৪টের আগে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, আসামেও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। উত্তর ভারতের অধিকাংশ রাজ্যেই তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।