UP: বাসে সজোরে ধাক্কা ট্রাকের, উত্তরপ্রদেশে মৃত ১১ তীর্থযাত্রী ...
আজকাল | ২৬ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা ট্রাকের। সঙ্গে সঙ্গে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন তীর্থযাত্রী। আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরে। গোলা বাইপাস রোডের ধারে একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল বাসটি। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল সেটি। ধাবায় কয়েকজন যাত্রী খাওয়াদাওয়া করছিলেন। বাকিরা বসেছিলেন বাসের মধ্যে। আচমকা পাথরবোঝাই একটি ট্রাক এসে তাতে জোরে ধাক্কা মারে। এরপর উল্টে যায় বাসটি। তাতে চাপা পড়ে প্রাণ হারান ১১ জন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু।প্রায় তিন ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।