• Cyclone Remal: এগিয়ে আসছে রেমাল, ফুঁসছে দিঘার সমুদ্র, সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি ...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়বে এটি। বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের। ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩৫ কিমি। শনিবার রাতেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রবিবার সকাল থেকে ফুৃঁসছে দিঘার সমুদ্র। উত্তাল তাজপুর, শঙ্করপুর, মন্দারমণির সমুদ্রও। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছেই। এই পরিস্থিতিতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের নিরাপদ স্থানে থাকার সতর্ক করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মংলা থেকে সরাসরি ৩১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান এই ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে, সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে রেমাল।
  • Link to this news (আজকাল)