Cyclone Remal: আজ রাতেই আছড়ে পড়বে রেমাল, দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি, ৬ জেলায় লাল সতর্কতা ...
আজকাল | ২৬ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে শনিবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রবিবার সকালে এটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল। আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝের একটি স্থানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল৷ এই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিমি৷ গড়ে ১১০-১২০ কিমি গতিতে প্রবল বেগে ঝড় বেয়ে যাবে। কয়েক ঘণ্টা ধরে রেমালের দাপট জারি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশের মংলাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দীঘা থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের মংলা থেকে সরাসরি ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে।রবিবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১১০ কিমি বেগে এবং কলকাতায় সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝড় হতে পারে। এর জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।