• Cyclone Remal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা, বাতিল বহু ট্রেন ...
    আজকাল | ২৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অতি গভীর নিম্নচাপ আর কিছু সময়ের মধ্যেই পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সন্ধের পর তা আছড়ে পড়বে বাংলা ও বাংলাদেশের উপকূলে। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতার বন্ধ থাকবে বিমান পরিষেবা। সোমবার পর্যন্ত বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। শনিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার বেলা ১২ টা থেকে শুরু করে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। সব মিলিয়ে মোট ২১ ঘণ্টা কোনও বিমান চলাচল হবে না। অন্যদিকে রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। রবিবার ও সোমবার বাতিল করা হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল। শনিবার ও রবিবার হাওড়া শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
  • Link to this news (আজকাল)