Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু দ্বীপপুঞ্জ
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রবিবার শক্তিশালী ভূমিকম্পে জেরবার ভানুয়াতু দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। তবে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির কোনও খবর পাওয়া যায়নি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরতায় আঘাত করেছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শুরুতে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভানুয়াতু। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।