আজকাল ওয়েবডেস্ক: কানাডার টরন্টো প্রদেশে একটি ইহুদি স্কুলে গুলি চালনার ঘটনা। শনিবার সকালে এই ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই হামলার কারণে অন্যান্য স্কুল এবং সিনাগগে নিরাপত্তা বাড়াতে কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।পুলিশের এক কর্তা বলেন, একটি গাড়িতে করে সন্দেহভাজন হামলাকারীরা বেইস ছায়া মুশকাতে পৌঁছায়। শনিবার ভোর ৫টার কিছু সময় আগে গুলি চালানো হয়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার আগে স্কুলের সামনের বেশ কিছু জিনিসপত্র নষ্ট করে রেখে গেছে। উত্তর টরন্টো, অন্যান্য স্কুল এবং সিনাগগে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।