আজকাল ওয়েবডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ও প্যালেস্টাইনের হামাসের হাতে আটক পনবন্দিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইজরায়েল। এই সময় আগাম নির্বাচনের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার রাতে রাজধানী তেল আবিবসহ ইজরায়েলের একাধিক স্থানে এই বিক্ষোভ হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিবে। এতে ৮০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয় বলে জানা গিয়েছে। সেখান থেকে বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেফতার করে ইজরায়েলের সেনাবাহিনী।