IPL 2024: জ্যাকস, সল্ট, বাটলারের আইপিএল প্লে অফে খেলা উচিত ছিল, দাবি মাইকেল ভনের...
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরই শুরু আইপিএল ফাইনাল। তার আগে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, বিশ্বকাপের প্রস্তুতিস্বরূপ পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলে, উইল জ্যাকস, ফিল সল্ট, জস বাটলাররা আইপিএলের প্লে অফ খেললে ভাল করতেন। পাকিস্তানের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলতে প্লে অফের আগে দেশে ফিরে আসেন ইংল্যান্ডের প্লেয়াররা। ভনের মতে, যে তিনজন প্লেয়ারের দল প্লে অফের যোগ্যতাঅর্জন করেছিল, তাঁদের উচিত ছিল প্লে অফ খেলে ফেরা। একটি পডকাস্টে ভন বলেন, 'আমার মনে হয় সব প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে ইংল্যান্ড ভুল করল। বিশেষ করে আইপিএলে গ্যালারির সামনে, সমর্থকদের চাপের মধ্যে প্লে অফ খেলা উচিত ছিল জ্যাকস, সল্ট এবং বাটলারের। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলার থেকে আইপিএল প্লে অফে খেললে বিশ্বকাপের প্রস্তুতি ভাল হত। আমি আন্তর্জাতিক ক্রিকেট সমর্থন করি। তবে আইপিএলে চাপের মধ্যে খেলা কঠিন। ফ্যান, মালিক এবং সোশ্যাল মিডিয়ার চাপ থাকে সর্বক্ষণ। তাই আমার মনে হয় ওদের প্লে অফ খেলা উচিত ছিল। বিশেষ করে জ্যাকস এবং সল্টের প্রস্তুতি আইপিএলেই ভাল হত।' উল্লেখ্য, বৃষ্টির জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জেতে ইংল্যান্ড। ৫১ বলে ৮৪ রান করেন বাটলার। রান পান জ্যাকস এবং বেয়ারস্টোও।