IPL Final: শরীরের পরোয়া না করে চেন্নাইয়ে ফাইনালে হাজির শাহরুখ
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে কেকেআরের প্রথম কোয়ালিফায়ার জয়ের দিন ছিলেন। মাঠে বসে উপভোগ করেন নাইটদের ফাইনালে যাওয়ার মুহূর্ত। তারপর মেয়ে সুহানা এবং ছেলে আব্রামকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। ঠিক পরের দিন সকালেই অসুস্থ হয়ে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি হন। জানানো হয়, হিটস্ট্রোক হয়েছে শাহরুখের। ডিহাইড্রেশনের কারণে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। আবার সেদিনই ছাড়াও পেয়ে যান। দিন চারেক আগের ঘটনা। মনে হয়েছিল শাহরুখ হয়তো ফাইনালে চেন্নাইয়ে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু চলতি আইপিএলে ঘরের মাঠে মাত্র একটা বা দুটো ম্যাচ বাদ দিয়ে সব কটাতেই ইডেনে হাজির ছিলেন। প্লে অফে আহমেদাবাদেও ছিলেন। হাই-ভোল্টেজ ফাইনালে থাকবেন না সেটা কি হয়? ইতিমধ্যেই চেন্নাইয়ে হাজির হয়ে গিয়েছেন শাহরুখ। কয়েকঘন্টা আগে ফ্যান পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে পেছন থেকে গুডি পরে দেখা যায় শাহরুখকে। ভিডিওতে লেখা, 'কিং খান আইপিএল ফাইনালে যাচ্ছে।' আরও একটি ভিডিওতে সুহানা এবং আব্রামকেও দেখা যায়। ছিলেন আরিয়ানও। এর আগেও আইপিএলের একাধিক ম্যাচে দেখা গিয়েছে শাহরুখকে। তবে অন্যান্য বছর এত নিয়মিত কেকেআরের ম্যাচে আসতেন না। মাঝেমধ্যে মাঠে দেখা যেত তাঁকে। এবার ইডেনে আরসিবি ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচে হাজির ছিলেন। এটাই গৌতম গম্ভীরের প্রতি তাঁর আস্থার প্রমাণ। ২০১২ আইপিএলে এই চিপকেই প্রথমবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এবারও সেই চেন্নাইয়ে ফাইনাল। ভূমিকা বদলালেও, ডাগআউটে থাকবেন গম্ভীর। তাই স্বপ্ন দেখছে নাইট শিবির। সেই স্বপ্নে সামিল হতেই নিজের শরীর উপেক্ষা করে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দলকে উদ্দীপ্ত করবেন বলিউডের বাদশা।