IPL Final: আইপিএলের মঞ্চে আরও একবার দুই সবচেয়ে দামি তারকার দ্বৈরথ
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মাস ছয়েক আগে ভারতের মাটি থেকেই বিশ্বকাপ নিয়ে ফিরেছেন দেশে। আবার কয়েকদিনের মধ্যেই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। তার আগে রবিবার শত্রু শিবিরে তাঁরা। আজ চিপকে ২৪.৭৫ কোটির সঙ্গে ২০.৫০ কোটির লড়াই। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স আজ আরও একবার আমনে-সামনে। এটা স্বপ্নেও হয়তো কেউ কল্পনা করতে পারেনি। কদিন আগে পর্যন্তও স্টার্কের ফর্ম নিয়ে সমালোচনা হচ্ছিল। কিন্তু আসল সময় নিজের জাত চেনান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে ম্যাচের সেরা। এই জন্যই ক্রিকেট পণ্ডিতরা বলে থাকেন, বিশ্বচ্যাম্পিয়নদের কখনও বাতিলের খাতায় ফেলতে নেই। বিশেষ করে তাঁরা যখন অস্ট্রেলিয়ান। মিনি নিলামে কামিন্স রেকর্ড অঙ্কে বিক্রি হওয়ার কয়েক মিনিটের মধ্যে তাঁকেও ছাপিয়ে যান মিচেল স্টার্ক। দুই অজি বোলারের পেছনে মোট ৪৫.২৫ কোটি খরচ করেছে কেকেআর এবং সানরাইজার্স। আর আজ এই দুই তারকা পেসারের দলই ফাইনালে। সুতরাং পয়সা উসুল ফ্র্যাঞ্চাইজির। আগের দিন ট্রাভিস হেডকে যে বলে বোল্ড করেছেন, চলতি আইপিএলে স্টার্কের সেরা বল। শাহবাজ আহমেদকেও বোল্ড করেন। এদিনও তাঁর দেশওয়ালি ভাইকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর দায়িত্ব নিতে হবে। হায়দরাবাদের মূলত তিন ব্যাটিং স্তম্ভ। ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিচ ক্লাসেন। এদের দ্রুত ফেরাতে পারলেই কেল্লাফতে। তাই আগের দিনের মতো গুরুদায়িত্ব স্টার্কের কাঁধে। অন্যদিকে নিয়মিত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ভাল অধিনায়কত্ব করছেন কামিন্স। তাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্বেই দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারায় হায়দরাবাদ। তাই বোলার কামিন্সের পাশাপাশি নেতা কামিন্সের দিকেও তাকিয়ে থাকবে হায়দরাবাদ সাপোর্টাররা। আগের দিন ম্যাচের আগে মাঠে হাসিমুখে গল্প করতে দেখা গিয়েছিল দুই অজিকে। কিন্তু রবিবাসরীয় রাতে বন্ধুত্ব পেছনে সরিয়ে একে অপরকে টেক্কা দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য।