• আজ কি ভেস্তে যেতে পারে ফাইনাল' কী বলছে চেন্নাইয়ের আকাশ'
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রিমেল মোকাবিলায় তৈরি রাজ্য। গত দু-তিনদিন ধরে একাধিক বৈঠক হয়েছে সরকারি দপ্তরগুলোতে। কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হলে এখনও ঘূর্ণিঝড়ের কোনও আভাস নেই। তবে শহরবাসী শুধুমাত্র কলকাতার আবহাওয়া নিয়ে চিন্তিত নয়। রবিবার রাতে চেন্নাইয়ে কি বৃষ্টি হবে? এটাই সবচেয়ে বড় আশঙ্কা এবং প্রশ্ন। তবে ভয়ের কোনও কারণ নেই। বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। রবিবার সকাল থেকে চেন্নাইয়ের আকাশ কালো মেঘে ঢাকা, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আবহবিদরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। বিকেল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সন্ধের পর আর নেই। পূর্বাভাস অনুযায়ী, রবিবার খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা আছে। শনিবার বৃষ্টির জন্য প্রাক ম্যাচ প্রস্তুতি সারতে পারেনি নাইটরা। ওয়ার্ম আপের সময় আচমকা বৃষ্টি নামে। তাই রবিবার বৃষ্টির তেমন কোনও আশঙ্কা না থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের হালকা প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে দুই এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে এখনও পর্যন্ত চেন্নাইয়ের পরিস্থিতি যা, তাতে সঠিক সময়েই শুরু হবে খেলা। 
  • Link to this news (আজকাল)