• Odisha: ইভিএম ভাঙচুরের অভিযোগ, ওড়িশায় গ্রেপ্তার বিজেপি বিধায়ক...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মেশিনে ত্রুটি, তার জেরে ভোট দেওয়ার জন্য লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর তাতেই ইভিএম মেশিনে ভাঙচুর। অভিযোগ তেমনটাই। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিধায়ক। ঘটনাস্থল ওড়িশার খুরদা জেলা। ঠিক কী ঘটেছিল?প্রশান্ত জগদেব, চিলিকার বিজেপি বিধায়ক, এবার খুরদা বিধানসভা থেকে প্রার্থীও হয়েছেন। শনিবার বেগুনিয়া বিধানসভার বোলাগাদ ব্লকের একটি বুথে সস্ত্রীক গিয়েছিলেন ভোট দিতে। ইভিএম মেশিনে ত্রুটির কারণে তাঁকে ভোটের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাতেই বিপত্তি। অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সঙ্গে প্রথমে বাক বিতন্ডায় জড়ান তিনি। তার পরেই টেবিল থেকে ইভিএম মেশিন টেনে নেন। মেশিন পড়ে গিয়ে ভেঙে যায় বলে অভিযোগ। প্রিসাইডিং অফিসারের দায়ের করা অভিযোগে ভিত্তিতে ওই বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। এই মুহূর্তে তিনি খুরদা কারাগারে রয়েছেন।
  • Link to this news (আজকাল)