BOMB: মনিপুরের রাস্তা থেকে তিনটি বোমাকে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী...
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মনিপুরের পূর্ব ইম্ফল থেকে তিনটি আইইডি-কে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। নংদাম গ্রামের কাছে রাস্তায় মাটির নিচে পুঁতে রাখা ছিল এই বোমাগুলি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এলাকা পরিদর্শনের সময় তাঁদের রাস্তার একটি অংশ দেখে সন্দেহ হয়। এরপর সেখান থেকেই বোমাগুলি উদ্ধার করা হয়। দ্রুত খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তাঁরা সেখানে দ্রুত এসে বোমাগুলিকে নিয়ে গিয়েছেন। কে বা কারা এই বোমাগুলি এখানে পুঁতে রেখেছে তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি স্থানীয়রা। এই এলাকায় আর কোথায় বোমা রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে জোর তল্লাশি।