মুর্শিদাবাদে রেলের জমিতে ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধৃত ৫
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রেলের সামগ্রী চুরি করতে গিয়ে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে ধরা পরল ৫ জন ডাকাত। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে সুতি থানার পুলিশ আহিরণ ব্রিজ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আহিরণ ব্রিজ এলাকা থেকে চুরি যাওয়া রেলের বহু জিনিসপত্র, ভোজালি, রড সহ একাধিক ধারাল অস্ত্র। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'ধৃত ব্যক্তিরা সংগঠিতভাবে ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে রেলের মালপত্র চুরি করার অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে রেলের চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।' স্থানীয় সূত্র জানা গেছে সুতি থানা এলাকায় ফিডার ক্যানালের উপর রেল দপ্তর আহিরণ ব্রিজ নির্মাণ শুরু করার পর থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সংঘটিত হবে রেলের মালপত্র চুরির অভিযোগ উঠছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ- রাজনৈতিক মদদপুষ্ট ওই ব্যক্তিরা রাতের বেলায় ছোট পণ্যবাহী গাড়ি এনে রেলের দামি যন্ত্রাংশ ছাড়াও বড় লোহার এবং ইস্পাতের পাত, রড তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন-শনিবার রাতে আমরা গোপন সূত্রে খবর পাই সুতি থানার আজগরপাড়া এবং মধুডিহি গ্রামের বাপন ঘোষ নামে দুই ব্যক্তি ছাড়াও সুতি থানার নুতন ঘোষ, লিলু ঘোষ এবং রঘুনাথগঞ্জের রকি ঘোষ নামে মোট পাঁচ জন ব্যক্তি আহিরণ ব্রিজের কাছে রেলের মালপত্র চুরি এবং ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত এই খবরের ভিত্তিতে শনিবার রাতে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকাতে অভিযান চালায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ-ওই দুষ্কৃতী দল গত কয়েক বছরে ব্রিজ তৈরির সময় রেলের 'সাইট' থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করেছে। জেলা পুলিশের ওই শীর্ষ আধিকারিক জানান- ধৃত ব্যক্তিদের জেরা করে ইতিমধ্যেই চুরি যাওয়া বেশ কিছু মালপত্র উদ্ধার হয়েছে। বাকি সামগ্রী কোথায় বিক্রি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ৫ ডাকাতকে রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।