• Kolkata Metro: রেমালের জের, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের জেরে এবার বন্ধ করা দেওয়া হল আংশিক মেট্রো পরিষেবা। রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলাচল করছে মেট্রো। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে রেমালের। যত এগিয়ে আসছে তত আবহাওয়া খারাপ হচ্ছে কলকাতার। সে কারণেই ঝুঁকি না নিয়ে বন্ধ রাখা হয়েছে আংশিক মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত পুরো রুটটাই চলাচল করে মাটির ওপর দিয়ে। ফলে, বিপদের সম্ভাবনা বেশি। সে কারণেই আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।
  • Link to this news (আজকাল)