Remal: প্রেসিডেন্সির পর যাদবপুর, রেমালের জেরে স্থগিত পরীক্ষা
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রেমালের জেরে স্থগিত যাদবপুরের পরীক্ষা। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধেয়ে আসছে ঝড়। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বাতিল ট্রেন, বিমান। এই পরিস্থিতিতে বাতিল একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২৭ মের পরীক্ষা পিছিয়ে গিয়েছে। তা হবে ১৮ জুন। ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। নোটিস দিয়ে জানানো হয়েছে, ২৭ জুনের পরীক্ষাগুলি স্থগিত। তবে সেই পরীক্ষা কবে হবে, সেকথা জানানো হয়নি এখনও। সিদ্ধান্ত গ্রহণের পর তা পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।রবিবার সকলেই রেমাল আরও শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। রাত ১১টা থেকে ১টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে রেমাল। তখন ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কয়েকঘন্টা ধরে এর তাণ্ডব জারি থাকবে বলে মনে করছে হাওয়া অফিস।