• কয়েক ঘণ্টা পরই ল্যান্ডফল করবে রিমাল, এখন কোথায় আছে? লেটেস্ট আপডেট
    আজ তক | ২৭ মে ২০২৪
  • তীব্র ঘূর্ণিঝড় বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। আরও নির্দিষ্ট করে বাংলাদেশের মোংলা এলাকায় এর ল্যান্ডফল হওয়ার কথা। মোংলা উপকূলের দক্ষিণ দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। বিকেল ৫টার পর থেকে রিমালের সরাসরি প্রভাব পড়বে বাংলায়।
  • Link to this news (আজ তক)