আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস সৃষ্টি করলেন দীপা কর্মকার। এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে সোনা জিতলেন তিনি। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় নয়া কীর্তি স্থাপন করলেন দীপা। ১৩.৫৬৬ গড় পয়েন্ট পেয়ে প্রথম স্থানে শেষ করেনভারতীয় জিমন্যাস্ট। রুপো এবং ব্রোঞ্জ উভয় পদকই এসেছে উত্তর কোরিয়ার দখলে। কিম সন হ্যাং ১৩.৪৬৬ গড় পয়েন্ট অর্জন করে রুপো ও জো কং ব্যল ১২.৯৬৬ গড় পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ জিতেছেন।