'রিমালে' বিপর্যস্ত বাংলাদেশও! উপকূলে জলোচ্ছ্বাস, মৃত ২
২৪ ঘন্টা | ২৭ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দুই বাংলার উপকূল ছুঁয়ে ল্য়ান্ডফল হল ঘুর্ণিঝড় রিমালের। এপার বাংলার মতো দুর্যোগে ঘনঘটা ওপারে বাংলাতেও ৯০ থেকে ১০০ কিমি বেগে বয়ে গেল বাতাস। সঙ্গে জলোচ্ছ্বাস, এমনকী মৃত্য়ুও।
এগিয়ে আসছিল খুব দ্রুত গতিতে। অবশেষে বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ল ঘুর্ণিঝড় রিমাল! কবে? আজ রবিবার রাতে। ৪ ঘণ্টা ধরে চলল ল্য়ান্ডফল প্রক্রিয়া। এই ঘুর্ণিঝড়ে প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। হাওয়া গতিবেগ এতটাই বেশি ছিল, সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায়। জোয়ারে তোড়ে বাঁধ ভেঙেছে বরগুনার আমতলীতে।এদিকে তখনও ঘুর্ণিঝড়ে পৌঁছয়নি। সাতক্ষীরায় বাড়ি থেকে ত্রাণশিবিরে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের। মৃতের নাম শওকত মোড়ল। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জোয়ার জলে ভেসে গিয়ে প্রাণহার ঘটনা ঘটেছে পটুয়াখালীতেও। বাংলাদেশের আবহাওয়া দফতরের আধিকারিক মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রিমালের প্রভাবে আজ, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশে বিভিন্ন প্রান্তে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।