যে এসআরএইচ লিগের ম্য়াচে ২৮৭ রান করে টি-২০ ক্রিকেটে ইতিহাস লিখেছিল, তারাই রবিবার ১১৩ রানে গুটিয়ে গেল! আর এই রান ১১ ওভারের মধ্য়ে তাড়া করে কলকাতা নাইট রাইডার্স আট উইকেটে জিতে ঘরে তুলল তিন নম্বর আইপিএল ট্রফি। কাব্য় তীরে এসে তরী ডোবার যন্ত্রণা আর নিতে পারলেন না। অত্য়ন্ত আবেগি মালকিন হাউহাউ করে কেঁদে ফেললেন। সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গেল সোশ্য়াল মিডিয়ায়। কাব্য়র এক ভক্ত এক্স হ্য়ান্ডেলে লিখলেন, 'কাব্য় মারানকে কাঁদানোর জন্য় কেকেআরকে কখনই ক্ষমা নয়'!কাব্য় বরাবরই ভাইরাল নেটপাড়ায়। কখনও তাঁর হাসি মুখ ক্য়ামেরায় ধরা পড়ে তো কখনও তাঁর বিষণ্ণতা! কাব্য় মানেই গ্য়ালারির লাইমলাইট কেড়ে নেওয়া এক নাম।
কাব্য দক্ষিণ ভারতের অত্য়ন্ত জনপ্রিয় সান মিউজিক ও সান টিভি-র এফএম চ্যানেলগুলির মালিক কালনিথি মারানের কন্যা। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের, ম্যাচ চলাকালীন প্রথমবার ক্যামেরার ফোকাসে ছিলেন তিনি। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে যান কাব্য। অনেকেই ভেবেছিলেন তিনি কোনও ফ্যান। যদিও পরে তাঁর পরিচয় জানা যায়। আইপিএল নিলামের হাত ধরে কাব্য ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছেন। তাঁর বুদ্ধিমত্তা ও সৌন্দর্য আলাদাই কথা বলে। এখন কাব্য আইপিএল দলের মালকিন। তবে ২০১৮ সালে তিনি নিযুক্ত হয়েছিলেন 'অরেঞ্জ আর্মি'র সিইও হিসেবে। ব্যক্তিগত জীবনকে একেবারে ব্যক্তিগত রাখার শিল্প জানা আছে তাঁর। কাব্য নেই কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও। একেবারে লাইমলাইটে আসতে পছন্দ করেন না। কাব্য়র পছন্দের মানুষটি কে বা কী তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস, আজও সকলের অজানা। ৩২ বছরের কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে কমার্সে ডিগ্রি অর্জন করেছেন। এরপর ব্রিটিনের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন। কাব্যর আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪০৯ কোটি টাকা বলেই জানা গিয়েছে।